নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

আরো পড়ুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্যের অভিযোগে তার বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়েছে।

ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবীর সোমবার (১৫ এপ্রিল) এই আদেশ দেন।

নুরুল হক নুর ২০২২ সালের ১ জুন এক সমাবেশে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়াও, তিনি সরকার ও ছাত্রলীগকে ‘গুণ্ডালীগ’ বলে আখ্যায়িত করেছিলেন।

এই মন্তব্যের ভিত্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক আইন সম্পাদক এডভোকেট শাহরিয়ার ইয়াছির আরাফাত তানিম নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন।

ট্রাইব্যুনাল মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দেয়। সিআইডি তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করে।

ট্রাইব্যুনাল অভিযোগপত্র আমলে নিয়ে নুরুল হক নুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ