মিয়ানমার থেকে পালিয়ে বিজিপির আরও ৫ সদস্য বাংলাদেশে

আরো পড়ুন

রবিবার (১৪ এপ্রিল) রাতে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির আরও ৫ সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর আগে রবিবার সকালে আরও ৯ জন বিজিপি সদস্য এসেছিলেন।

মোট ১৪ জন বিজিপি সদস্য রাখাইন রাজ্যে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর মধ্যে সংঘাতের কারণে বাংলাদেশে পালিয়ে এসেছেন। তাদের নিরস্ত্র করে বর্তমানে বিজিবির হেফাজতে রাখা হয়েছে।

পালিয়ে আসা বিজিপি সদস্যরা টেকনাফের হোয়াইক্যং ও খারাংখালি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন।

তারা বলেছেন যে, সংঘাতের কারণে তাদের জীবন বিপন্ন ছিল, তাই তারা বাধ্য হয়ে পালিয়ে এসেছে।

বিজিবি কর্তৃপক্ষ জানিয়েছে যে, তারা আন্তর্জাতিক আইন মেনে পালিয়ে আসা বিজিপি সদস্যদের আশ্রয় দিচ্ছে।

এর আগে, গত ১১ মার্চ মিয়ানমারের ১৭৯ জন বিজিপি সদস্য নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছিল। তাদের মিয়ানমার ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। ফেব্রুয়ারিতে মোট ৩৩০ জন মিয়ানমারের বিভিন্ন সীমান্তরক্ষী ও সেনাবাহিনীর সদস্য বাংলাদেশে পালিয়ে এসেছিলেন।

তাদের মধ্যে ৩০২ জন বিজিপি সদস্য ছিলেন। গত ১৫ ফেব্রুয়ারি, বাংলাদেশ সরকার তাদের মিয়ানমার ফেরত পাঠিয়েছিল।

 

জাগো আর‌এইচ‌এম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ