তীব্র তাপপ্রবাহের কারণে ২৭ এপ্রিল পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ

আরো পড়ুন

চলমান তীব্র তাপপ্রবাহের কারণে দেশের সকল স্কুল ও কলেজ ২৭ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আজ শনিবার (২০ এপ্রিল) শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী এই তথ্য জানান।

তিনি বলেছেন, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ এপ্রিল থেকে স্কুল-কলেজ খোলা হবে।

উল্লেখ্য, পবিত্র রমজান ও ঈদুল ফিতরের ছুটিসহ মোট ২৬ দিন বন্ধ ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান। রোববার (২১ এপ্রিল) থেকে খোলার কথা ছিল। কিন্তু তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষার্থীদের স্বাস্থ্যের ঝুঁকি বিবেচনা করে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গতকাল শুক্রবার তীব্র তাপপ্রবাহের কারণে দেশজুড়ে তিন দিনের জন্য হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।

এই তীব্র তাপপ্রবাহের মধ্যে শিক্ষার্থীদের স্কুলে পাঠানো ঝুঁকিপূর্ণ বলে মনে করেছেন শিক্ষাবিদ ও অভিভাবকরা। তাদের দাবি ছিল, তাপপ্রবাহ কম নাওয়া পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ রাখা উচিত। শিক্ষা মন্ত্রণালয় তাদের এই দাবিই মেনে নিয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ