সিলেটে বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত নিম্নাঞ্চল, বেড়ে চলেছে নদীর পানি

আরো পড়ুন

বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সাথে বেড়ে চলেছে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারিসহ বিভিন্ন নদনদীর পানি। সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় সুরমা নদীর কাইনাইঘাট পয়েন্টে ১১.১১ সেন্টিমিটার পানি ছিল, যা বিপৎসীমার উপরে। রাত ৯টায় পানি আরও বেড়ে ১১.৬৫ সেন্টিমিটারে দাঁড়িয়েছে।

কুশিয়ারা নদীর পানি আমলশীদ পয়েন্টে বিপৎসীমার কাছাকাছি।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, পাহাড়ি ঢলের কারণে নদীতে পানি বাড়ছে। বৃহস্পতিবার সকালে সারি নদীর পানি বিপৎসীমার উপরে ছিল, তবে এখন কমে গেছে। জৈন্তাপুর উপজেলায় প্রচুর বৃষ্টি হচ্ছে এবং পাহাড়ি ঢলের সাথে তীব্র বৃষ্টিতে আকস্মিক বন্যার (ফ্ল্যাশ ফ্লাড) সৃষ্টি হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ