শার্শা উপজেলা ছাত্রলীগ সম্পাদক আকুল হোসেন ডিবি পুলিশের হাতে গ্রেপ্তার

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক,
যশোরের শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও প্রভাবশালী ছাত্রনেতা আকুল হোসেনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার রাত ১১টার পর যশোর শহরের রায়পাড়া এলাকায় তার শ্বশুরবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আকুল হোসেন বেনাপোলের ঘিবা গ্রামের নজরুল ইসলামের ছেলে। তিনি স্থানীয় রাজনীতিতে সাবেক পৌর মেয়র আশরাফুল আলম লিটনের অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আকুলকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে ডিবি কার্যালয়ে রেখে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

20251218 074120
আকুল হোসেনের বিরুদ্ধে এর আগেও গুরুতর অপরাধের রেকর্ড রয়েছে।
* ২০২১ সালের অস্ত্র মামলা: ২০২১ সালের ১ সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) গাবতলী ও মিরপুর এলাকায় অভিযান চালিয়ে আকুলসহ তার পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছিল।
* উদ্ধারকৃত সরঞ্জাম: সেই অভিযানে তাদের কাছ থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৬টি ম্যাগাজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
* সহযোগী: তৎকালীন অভিযানে তার সাথে আটক হয়েছিলেন ইলিয়াস হোসেন, আব্দুল আজিম, ফারুক হোসেন ও ফজলুর রহমান।
আওয়ামী লীগ সরকারের আমলে শার্শা ও বেনাপোল এলাকায় আকুল হোসেনের ব্যাপক প্রভাব ছিল। তার এই আকস্মিক গ্রেপ্তারে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ