যশোর জেনারেল হাসপাতালে বার্মিজ চাকুসহ যুবক আটক

আরো পড়ুন

যশোর জেনারেল হাসপাতাল চত্বর থেকে মহিন উদ্দিন (২৫) নামে এক যুবককে একটি ধারালো বার্মিজ চাকুসহ আটক করেছে পুলিশ। বুধবার (১৭ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে হাসপাতালের এক্স-রে রুমের সামনে থেকে তাকে হাতেনাতে ধরা হয়।
আটক মহিন উদ্দিন যশোর শহরের কোতোয়ালি থানাধীন ঝুমঝুমপুর কাঁঠালবাগান এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে মহিন উদ্দিন তার স্ত্রী সুমাইয়াকে ডাক্তার দেখানোর অজুহাতে হাসপাতালের ভেতরে প্রবেশ করেন। তবে হাসপাতালের ভেতরে তার ঘোরাঘুরি ও চলাফেরা সন্দেহজনক মনে হলে দায়িত্বরত নিরাপত্তা প্রহরী ও পুলিশ সদস্যরা তাকে এক্স-রে রুমের সামনে চ্যালেঞ্জ করেন। পরে তার দেহ তল্লাশি করা হলে সাথে থাকা ব্যাগ থেকে একটি ধারালো বার্মিজ চাকু উদ্ধার করা হয়।
যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “হাসপাতালের মতো একটি স্পর্শকাতর স্থানে ওই যুবক কেন অস্ত্র নিয়ে এসেছিলেন, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
আটকের পর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় হাসপাতালের রোগী ও স্বজনদের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়িয়ে পড়ে।?

আরো পড়ুন

সর্বশেষ