যশোর ডিবি পুলিশের জালে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের আরও এক সদস্য, আটক উদ্ধার ১৪টি চোরাই বাইক

আরো পড়ুন

আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের আরও এক সদস্যকে গোপালগঞ্জ থেকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটককৃতের নাম হামিম সরদার টনি (২৫)। তার কাছ থেকে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
আটক হামিম সরদার টনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার নাওরা ভাদরিয়া সরদারবাড়ির শাহ আলম সরদারের ছেলে।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছরের ৯ জুলাই যশোর শহরের পালবাড়ির মোড় থেকে চোরচক্রের সদস্য শহিদুল ইসলাম শহিদকে (৪২) আটক করা হয়েছিল। শহিদের স্বীকারোক্তির ভিত্তিতে এর আগে গোপালগঞ্জ থেকে ৭টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয় এবং চক্রের চারজনকে আটক করা হয়েছিল। পরবর্তীতে আরও চারটি মোটরসাইকেলসহ ৬ জনকে আটক করা হয়।
পুলিশের কাছে খবর ছিল যে চক্রের হাতে আরও চোরাই মোটরসাইকেল রয়েছে। সেই অনুযায়ী অভিযান অব্যাহত রেখে গত শনিবার রাতে ডিবি পুলিশ কাশিয়ানী থেকে হামিম সরদার টনিকে আটক করে।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা সম্ভব হয়। এই সর্বশেষ অভিযানের মাধ্যমে আন্তঃজেলা চোরচক্রের মোট ১১ জন সদস্যকে আটক করা হলো এবং এখন পর্যন্ত মোট ১৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

আরো পড়ুন

সর্বশেষ