রংপুর-ঢাকা মহাসড়কে ভয়াবহ সংঘর্ষ: নিহত ৩, আহত ২

আরো পড়ুন

রংপুর-ঢাকা মহাসড়কের তাজহাট থানাধীন দমদমা ব্রিজ এলাকায় গতকাল শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের শিশুসহ তিনজন নিহত হয়েছেন। মহিগঞ্জগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে ঢাকা থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান।
নিহতরা হলেন:
* পিকআপ ভ্যানের হেলপার আরিফ (২০) (পিতা: ইউসুফ, মীরগঞ্জ, তাজহাট, রংপুর)।
* যাত্রী শাহিনা (২৮) (স্বামী: মোতালেব হোসেন, সাতদরগা, পীরগাছা)।
* শাহিনার একমাত্র শিশু সন্তান ওয়ালিদ ওরফে স্বাধীন (১)।
এই দুর্ঘটনায় পিকআপচালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন। পিকআপচালকের অবস্থা আশঙ্কাজনক বলে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী জানান, মহিগঞ্জগামী পিকআপটি ইউটার্ন নেওয়ার সময় ঢাকা থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকচালক ও তার সহকারী পালিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, ইউটার্ন নেওয়ার সময় গতি নিয়ন্ত্রণ না রাখা ও সিগন্যাল না মানার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে তদন্ত চলছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, দমদমা ব্রিজ সংলগ্ন মহাসড়কের এই অংশে দ্রুতগতির যানবাহন, ট্রাফিক সিগন্যাল উপেক্ষা এবং পর্যাপ্ত আলোর অভাবে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত ট্রাক ও পিকআপটি জব্দ করা হয়েছে। তাজহাট থানা ট্রাকচালক ও তার সহকারীকে গ্রেপ্তারের জন্য অভিযান শুরু করেছে।

আরো পড়ুন

সর্বশেষ