৩৪ বছর ধরে পাকিস্তানে আটকে আছেন যশোরের শওকত আলী

আরো পড়ুন

জীবিকার সন্ধানে ৩৪ বছর আগে পাকিস্তানে পাড়ি জমানো যশোরের শওকত আলী খোকন (৫০) দীর্ঘ প্রবাস জীবনের শেকলে বন্দী হয়ে পড়েছেন। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে তিন দশকেরও বেশি সময় ধরে তিনি পাকিস্তানের কুইজদার এলাকায় অবস্থান করছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শওকত আলী ১৯৯০ সালে যশোর শহরের সিভিল কোর্ট এলাকা থেকে কয়েকজন বন্ধুর সঙ্গে পাকিস্তানে যান। এর এক বছর পর ১৯৯১ সালে পরিবারের সঙ্গে তাঁর শেষবার কথা হয়। তখনই তিনি জানিয়েছিলেন, তিনি ভালো নেই। এরপর থেকে আর কোনো যোগাযোগ হয়নি।
এই দীর্ঘ সময়ে তিনি তাঁর বাবা জয়নুল আবেদিন, বড় ভাই আবু বক্কর এবং বোন ফাতেমাকে হারিয়েছেন। কিন্তু তাঁদের মৃত্যুর সংবাদেও তিনি বাড়ি ফিরতে পারেননি।
বর্তমানে শওকত আলী পাকিস্তানের কুইজদার এলাকায় রয়েছেন, যা করাচি থেকে কুইটা শহরের পথে অবস্থিত। অন্যদিকে, জীবিত থেকেও ৩৪ বছর ধরে সন্তানের মুখ দেখতে না পেরে শোকে দিন কাটাচ্ছেন শওকতের বৃদ্ধা মা সখিনা বেগম।
শওকতের ছোট ভাই আব্দুল হাকিম জানান, নিকটাত্মীয়দের মাধ্যমে পাকিস্তান হাইকমিশনে শওকতের জন্ম নিবন্ধনের কপি পাঠানো হয়েছে, কিন্তু এখনো তেমন কোনো ইতিবাচক সাড়া মেলেনি। তাঁর স্ত্রী শিরিনা বেগম জানিয়েছেন, পরিবারে উপার্জনক্ষম লোক না থাকায় তাঁরা দিশেহারা এবং কোথায় গেলে সাহায্য মিলবে তা নিয়েও অনিশ্চয়তায় ভুগছেন।
এমতাবস্থায়, শওকত আলীর পরিবার দ্রুত তাঁর দেশে ফেরা এবং মায়ের সঙ্গে শেষ জীবনের সময় কাটানোর সুযোগ করে দিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন

সর্বশেষ