বিএনপি কখনোই বিশ্বাসঘাতকতা এবং অন্যায়ের কাছে মাথানত করেনি : মিজানুর রহমান খান

আরো পড়ুন

যশোর প্রতিনিধি

যশোর জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান বলেছেন, এই দেশ জাতীয়তাবাদী দল বিএনপির হাতেই নিরাপদ। বিএনপি কখনোই জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেনি এবং অন্যায়ের কাছে মাথানত করেনি।

বুধবার সন্ধ্যায় যশোরের ঝিকরগাছা উপজেলার বাকড়ি বাজার ও বর্ণি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কর্মী সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট হাসিনা দিল্লি থেকে এবং দেশে থেকে একটি দল ষড়যন্ত্রে লিপ্ত। কারণ তারা জানে, ব্যালট যুদ্ধে তাদের ভরাডুবি হবে। তাই পিআর পদ্ধতিসহ নানা শর্ত দিয়ে তালবাহানা করছে। বিএনপি গুপ্ত ও বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করে না।
জিয়া পরিবার দেশের দুঃসময়ে সবসময় জনগণের পাশে থেকেছে, কখনও বিচ্ছিন্ন হয়নি। কিন্তু আওয়ামী লীগ, জামায়াত কিংবা জাতীয় পার্টি একই সূত্রে গাঁথা। তারা বারবার জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে এবং ইতিহাস তার সাক্ষ্য বহন করে।

কর্মী সভায় বক্তব্যে রাখেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু,
সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, ছাত্র দল সেক্রেটারি বিপ্লব হোসেন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি বজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক জামির হোসেন প্রমুখ।

ইমরান হোসেন পিংকু
যশোর

আরো পড়ুন

সর্বশেষ