যশোরে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন: ধর্ষকের ফাঁসি দাবি

আরো পড়ুন

যশোরের ঝিকরগাছা উপজেলার বায়সা-চাঁদপুর দাখিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা খাতুনকে (৭) ধর্ষণের পর হত্যার প্রতিবাদে এবং ধর্ষকের ফাঁসির দাবিতে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ জুন) সকাল ১০টায় মাদ্রাসা সংলগ্ন বায়সা বাজারে এই মানববন্ধন আয়োজন করা হয়। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এতে অংশগ্রহণ করে।

বায়সা চাঁদপুর দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার কবির হোসেনের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মালেক, অভিভাবক সদস্য রবিউল ইসলাম মিলন, ঝিকরগাছা প্রেসক্লাবের সেক্রেটারি সাংবাদিক তরিকুল ইসলাম, মাস্টার মনিরুজ্জামান, সহ-সভাপতি আতাউর রহমান জসি, দপ্তর সম্পাদক কে এম ইদ্রিস আলী, স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা’র প্রতিষ্ঠাতা মাস্টার আশরাফুজ্জামান বাবু, ডাঃ ইবাদ আলী, নিহত সোহানার বাবা আব্দুল জলিল, বাজার কমিটির সভাপতি মোরশেদ আলম, ‘স্বপ্নচূড়া’ স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি হাসানুজ্জামান হাসান, ‘সাদা মনের মানুষ’ খ্যাত সায়েদ আলী বিশ্বাস, গ্রামবাসি তরিকুল ইসলাম, জুয়েল রানা, জুলফিকার আলী, নাহিদ হাসান প্রমুখ।

ধর্ষকের ফাঁসি চেয়ে এই মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে স্বেচ্ছাসেবী সংগঠন সেবা, স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নচূড়া, স্বেচ্ছাসেবী সংগঠন আশার আলো, বায়সা বাজার কমিটি সহ বিভিন্ন সংগঠন।

উল্লেখ্য, বিগত ঈদুল আযহার দিন সোহানা নিখোঁজ হয় এবং পরের দিন পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশি তদন্তে রহস্য উদঘাটন হয় যে, শিশুটি আত্মহত্যা কিংবা পুকুরে ডুবে মারা যায়নি। তাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। এই নির্মম ঘটনার নেপথ্যের প্রধান অভিযুক্ত হলেন শিশুটির আপন ফুফাতো ভাই নাসমুস সাকিব ওরফে নয়ন। গত বুধবার পুলিশ তাকে আটক করে।

আরো পড়ুন

সর্বশেষ