তরুণ অভিনেতা শাহবাজ সানীর মৃত্যু

আরো পড়ুন

তরুণ নাট্যাভিনেতা শাহবাজ সানী আর নেই। রোববার (গতকাল) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তিনি ঢাকার স্পেশালাইজড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শাহবাজ সানীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, “অভিনেতা শাহবাজ সানী আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শাহবাজ সানী নির্মাতা ইমরাউল রাফাতের পরিচালনায় ‘কাছে আশার পর’ নাটকের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন। এরপর ২০১৮ সালে গোলাম কিবরিয়া ফারুকীর পরিচালনায় ‘আব্দুল্লাহ’ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন।

তাঁর অকাল প্রয়াণে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মী ও ভক্তরা শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জানাচ্ছেন।

জাগো/ মেহেদী

আরো পড়ুন

সর্বশেষ