যশোরের ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে রোববার কলেজ ক্যাম্পাসে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ জেএম ইকবাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মঞ্জুরুল ইসলাম, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য এসএএম বদরুদ্দোজা ও মামুনুর রশীদ, মিউনিসিপ্যাল প্রিপারেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সবুর খান এবং শিক্ষক প্রতিনিধি নাসিরুজ্জামান।
অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।