ওয়ালটনের ফ্রিজ কিনে যশোরের আনসার সদস্য রতন লাল পেয়েছেন প্রাইভেট কার। এই ফ্রিজ কিনে তিনি ওয়ালটনের সর্বোচ্চ পুরস্কার ১৮ লাখ টাকা মূল্যের টয়োটা ব্রান্ডের একটি প্রাইভেট কার পুরস্কার হিসেবে পেয়েছেন।
সোমবার (২৯ মে) বিকেলে নাভারণ সাতক্ষীরা মোড়ে এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে রতন লাল ও তার পরিবারের হাতে ব্লু রঙের গাড়ি এবং গাড়ির চাবি তুলে দেন অভিনেতা ও ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার আমিন খান।
এর আগে গত ২৪ মে যশোরের শার্শা উপজেলার নাভারণ বাজারের ওয়ালটন বিক্রয় কেন্দ্র থেকে কিস্তিতে একটি ফ্রিজ কেনেন রতন লাল। তিনি নাভারণ রেলস্টেশনের পাশে হরিজন পল্লীর বাসিন্দা।
ওয়ালটনের কর্মকর্তারা জানান, দেশের ভেতর “সিজন-২” এর আওতায় ফ্রিজ কিনে এই প্রথম সর্বোচ্চ মূল্যের প্রাইভেট কার উপহার জিতেছেন রতন লাল। তবে ফ্রিজ কেনার সময় উপহার সম্পর্কে জানতেন না রতন লাল। ওয়ালটন কোম্পানি থেকে তার সঙ্গে যোগাযোগের পর গোটা এলাকায় আলোচনাশুরু হয়।
গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অভিনেতা আমিন খান বলেন, ওয়ালটন পণ্য দেশীয় পণ্য, সবাই দেশীয় পণ্য কিনবেন দেশের টাকা দেশেই থাকবে। দেশীয় পণ্য থাকতে আজকে যারা বিদেশি পণ্য কিনছেন তারা নিজেরাই জানেন না কিভাবে দেশের টাকা বিদেশে চলে যাচ্ছে। দেশের অন্যান্য কোম্পানি পুরস্কার দেওয়ার কথা বলে কথা না রাখলেও ওয়ালটন পরিবার নিজেদের কথা রাখে বলেই দেশের সবচেয়ে জনপ্রিয় কোম্পানির নাম ওয়ালটন।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিইও গোলাম মুর্শেদ, ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হুমায়ুন কবীর, ওয়ালটন নাভারণ ব্রাঞ্চের ম্যানেজার আমির হোসেন প্রমুখ।

