ট্রাকচাপায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলীর মৃত্যু

আরো পড়ুন

বঙ্গবন্ধু সেতুর গোলচত্বর এলাকায় ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে অপর ট্রা‌কের ধাক্কায় বঙ্গবন্ধু রেলসেতুর প্রকৌশলী আব্দুল মঈন (৩৫) নিহত হয়েছেন।

শ‌নিবার (০৬ আগস্ট) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তি‌নি নি‌র্মাণাধীন বঙ্গবন্ধু রেলসেতুর সাইট সি‌ভিল ই‌ঞ্জি‌নিয়ার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শ‌ফিকুর রহমান বলেন, ওই প্রকৌশলী মোটরসাই‌কেলযো‌গে যা‌চ্ছিলেন। এ সময় এক‌টি ট্রাক‌কে ওভার‌টেক কর‌তে গি‌য়ে দুর্ঘটনার শিকার হন। পরে তা‌কে গুরুতর আহত অবস্থায় উদ্ধার ক‌রে টাঙ্গাইল জেনা‌রেল হাসপাতা‌লে নেয়া হ‌লে দা‌য়িত্বরত চি‌কিৎসক মৃত ঘোষণা ক‌রেন।

তি‌নি আ‌রো বলেন, তার মর‌দেহ থানায় রাখা হ‌য়ে‌ছে। তার স্বজন‌দের সঙ্গে যোগা‌যোগ করা হ‌য়ে‌ছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কা‌ছে মর‌দেহ হস্তান্তর করা হ‌বে।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ