বেনাপোলে চাকরির প্রলোভনে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মামলা

আরো পড়ুন

যশোরের মণিরামপুর উপজেলার ঝাপা গ্রামের রিয়াদ আফিরিন রাকিব নামে এক যুবক বেনাপোল স্থল বন্দরে অফিস সহকারী পদে চাকরি দেয়ার নামে ১২ লাখ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মামলা করেছেন।

আসামিরা হলেন টাঙ্গাইলের মাজহারুল ইসলাম ও যশোরের মামুন হোসেন।

বাদী রাকিব অভিযোগ করেছেন যে, মামুন তাকে বেনাপোল স্থল বন্দরে চাকরি দিতে পারবে বলে জানায় এবং এর জন্য ১২ লাখ টাকা ঘুষ দাবি করে।

২০২১ সালের ৪ অক্টোবর, রাকিবকে সাথে নিয়ে মামুন তাকে ঢাকার গুলশানে আসামি মাজহারুল ইসলামের বাসায় নিয়ে যায়। সেখানে একটি ফটোকপি নিয়োগপত্র দেখিয়ে ১২ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়।

রাকিব যখন নিয়োগপত্রের জন্য তাগাদা করেন, তখন আসামিরা তাকে এড়িয়ে চলতে থাকে। ২০২৪ সালের ২৯ মার্চ, রাকিব দুই আসামিকে যশোর শহরে ডেকে নিয়ে ১২ লাখ টাকা ফেরত চান, কিন্তু তারা অস্বীকার করে।

রাকিব থানায় মামলা করতে চাইলে পুলিশ তা নিতে অস্বীকার করে। অবশেষে, রাকিব আদালতে মামলা দায়ের করেন।

বিচারক মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে আদেশ দিয়েছেন।

এই ঘটনার তদন্ত চলছে। আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি। রাকিব ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ