থানায় হামলা ও আসামী ছিনতাইয়ের চেষ্টা, স্বেচ্ছাসেবক লীগনেতাসহ গ্রেফতার ৯

আরো পড়ুন

শনিবার (০৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার শাহজাহানপুর থানায় হামলা ও ছিনতাইয়ের চেষ্টা করে একদল সন্ত্রাসী। হামলাকারীদের মধ্যে মাঝিড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামি নুরুজ্জামানসহ ৯ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ ঘটনায় এসআইসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন।

পুলিশ অভিযানে ২টি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ২টি বার্মিজ চাকু, ২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ৩৬টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শনিবার রাত ৯টাড় দিকে আড়িয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একাধিক মামলার আসামি মিঠুনকে আটক করে। মিঠুনকে আটকের পর রাত ১০টার দিকে নুরুজ্জামানসহ ৩৫ থেকে ৪০ জন শাজাহানপুর থানায় ঢুকে পুলিশ সদস্যদের সাথে বাকবিতন্ডায় জড়ায় এবং মিঠুনকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।

ওসি মো. শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে তাদেরকে সরে দাঁড়াতে বললে তারা ওসিকে ধাক্কা দেয় এবং পুলিশের উপর হামলা চালায়।

পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠলে নুরুজ্জামান ও তার অনুসারীরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযানে নুরুজ্জামানসহ ৯ জনকে আটক করে।

এ ঘটনায় আজ রবিবার সকালে থানার এসআই আনিছুর রহমান বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখ করে আরও শতাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন।

নুরুজ্জামানের বিরুদ্ধে জমিদখল, সরকারি কাজে বাঁধা, মাদক আইনে অন্তত ৮ থেকে ১০টি মামলা রয়েছে। এর আগে, সরকারি টেন্ডার চুরির ঘটনায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বরখাস্ত হয়েছিলেন। তিনি শাহজাহানপুরে সন্ত্রাস ও আধিপত্য বিস্তারে সরকারি দলের পদ-পদবী ব্যবহার করেন বলেও জানা গেছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ