বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপে চালক আহত

আরো পড়ুন

বুধবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ঈশ্বরগঞ্জ স্টেশনের মাঝামাঝি বোকাইনগর এলাকায় চলন্ত বিজয় এক্সপ্রেস ট্রেনে পাথর নিক্ষেপ করা হয়েছে। এতে ট্রেনের চালক মো. আতিকুল ইসলাম (৪২) গুরুতর আহত হয়েছেন।

আহত ট্রেনচালক আতিকুল ইসলাম ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিরামপুর গ্রামের বাসিন্দা। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিজয় এক্সপ্রেস ট্রেনে কর্তব্যরত রেল পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হানিফ মিয়া জানান, জামালপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী বিজয় এক্সপ্রেস ট্রেনটি বোকাইনগর এলাকার একটি সেতুর কাছে আসতেই দুর্বৃত্তরা পাথর নিক্ষেপ করে। এতে পাথর ট্রেনের চালক আতিকুল ইসলামের নাকে লাগলে তার নাক ফেটে যায়।

ঘটনার পর:

  • রক্তাক্ত অবস্থায় ট্রেনটি ঈশ্বরগঞ্জ স্টেশনের প্লাটফর্মের কাছাকাছি নিয়ে থামানো হয়।
  • আহত চালককে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
  • ঘটনার তদন্ত শুরু করেছে রেল পুলিশ।

এ বিষয়ে:

  • ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।
  • ময়মনসিংহ জংশন থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ