প্রবাসীদের ঈদের আনন্দ

আরো পড়ুন

জীবন যোদ্ধা- পরিবার প্রিয়জনদের ভালো রাখার জন্য নিজের হাজারো কষ্ট যে বুকে ভিতরে লুকিয়ে রাখে তাদের প্রবাসী বলা হয়ে থাকে। প্রবাস জীবনটা বড়ই নিষ্টুর। তাই যদি না হয় তাহলে মুসলিম ধর্মের সবথেকে বড় উৎসব ঈদ। এই ঈদেও তারা পরিবারকে ছাড়া হাজার হাজার মাইল দূরে থাকতেন না। বুকের মাঝে পাহাড় সমান কষ্ট নিয়ে হাসিমুখে ভরে রাখতেন না।

সারাদেশের মানুষ যখন ঈদের আনন্দে কর্মস্থল থেকে বাড়ি ফিরতে ব্যস্ত তখনই প্রবাসীরা ব্যস্ত (জোরদার) তাদের কর্মের ওপর। সামনে ঈদ পরিবারকে এই মাসে বাড়তি টাকা পাঠাতে হবে।

হাড়ভাঙা পরিশ্রম করে একটুখানী স্বাধীনতা, রোমাঞ্চকর হতেও দেখা মিলে নিঃসঙ্গতা, নিরবময় এই জীবনের মানুষগুলো। এরা প্রবাসী, আর এটায় প্রবাস জীবন কারও দুঃখ কেউ বুঝতে চেষ্টা করে না। নিজের দুঃখ নিজে অন্তরে রেখে নীরবে কান্না করতে হয়।

অথচ এই রেমিট্যান্স যোদ্ধাদের দেয়া টাকায় হাসি ফুটে একটা পরিবারের সকল সদস্যদের। আর অন্যদিকে উন্নয়নের অবকাঠামো বাড়িয়ে দিচ্ছে রেমিট্যান্সের মাধ্যমে দ্বারা। কিন্তু দিনশেষে কী হয় তাদের! কেমন কাটে তাদের ঈদসহ নানা উৎসবের দিন গুলো। কতটা দূরে পরিবার প্রিয়জনদের ছাড়া। কি অনূভুতি তাদের মাঝে।

হাজার হাজার মাইল দূরের এই প্রবাস নামের জীবনের ঈদের এই আনন্দঘন মুহূর্তে দেশে থাকা স্বজনদের কথা বারবার মনে পড়াটায় স্বাভাবিক । যেহেতু তারা দিনশেষে সেই প্রবাসী তাই তাদের আনন্দগুলো বছরের পর বছর এভাবেই অপূর্ণ থেকে যায়।

আবার অনেকে বিশেষ করে মালয়েশিয়া, ইতালি, সৌদি, ডুবাই, সিঙ্গাপুর এসব দেশে অবস্থানরত প্রবাসীরা মনের আনন্দ সবার মাঝে ভাগ করতে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে (ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রাম, ইউটিউবে) ঈদের শুভেচ্ছা বার্তা জানিয়ে থাকে।

অপরদিকে প্রবাসীদের ঈদের আনন্দমুখর করে তুলতে প্রতিটি দেশের সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহন করে থাকে। শহরের প্রাণকেন্দ্র গুলো বিভিন্ন মাধ্যমে সাজানো হয়। পার্কের আয়োজনটা বিশেষ এই উৎসব- আনন্দের দিনে ভিন্ন রুপ নেয়। তারপরও কী প্রবাসীরা পরিবারকে ভূলে সেই আনন্দকে আপন করে বরণ করে নিতে পারে। কখনোই সম্ভব না। হাজার হাজারো সুখের মধ্যেও প্রিয় মুখগুলোর থেকে দূরে থাকা কতটা কষ্টকর সেটা তারাই ভালো জানে।

তবে সবার ক্ষেত্রে আবার এক নাও হতে পারে। দীর্ঘদিন ধরে যারা প্রবাসে আছেন তারা খানিকটা হলেও নিজেদের সামলে নিতে পারেন। কিন্তু পরিবারের সঙ্গে ঈদ উদযাপন আসলে ভিন্ন রকম অনুভূতি। প্রবাসী অনেকে নতুন পোশাক পড়ে ফেসবুকে ছবি দিয়ে লিখেন ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি, তবে আত্মীয়-স্বজনদের ছেড়ে ঈদ উদযাপন করা সত্যিই কষ্টের। বিশেষ এই দিনে মা ও সন্তানদের খুব মনে পড়ছে।

সবার জীবনেই উৎসবহীন দিন রয়েছে – যার মধ্যে প্রবাসীদের জীবন একটু বেশি এই দিনগুলো থাকে। তারপরও তাদের চাওয়া ভালো থাকুক প্রিয় পরিবার। নিজেদের হাজার কষ্টের পরও অটুট থাকুক পরিবারের আনন্দ।

লেখক: নয়ন হোসেন। শিক্ষার্থী, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজ, শার্শা, যশোর।
মেইল: nayansardar6590@gmail.com

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ