নড়াইলে মাদক মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

আরো পড়ুন

মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত)।

দণ্ডপ্রাপ্ত আসামির নাম খন্দকার ইনামুল ইসলাম ছোটন (৪০)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার মোড়ালীকাটি গ্রামের বাসিন্দা।

মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) এর বিচারক মুহাম্মাদ সাইফুল আলম এ দণ্ডাদেশ প্রদান করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না। মামলার অপর আসামি একই উপজেলার ঝিকরা গ্রামের জাকারিয়া বুলুকে বেকসুর খালাস দেওয়া হয়।

২০০৯ সালের ২১ আগস্ট নড়াইল-যশোর সড়কের সদর উপজেলার সীতারামপুর ব্রিজের পশ্চিম পাশে সন্দেহভাজন একটি মোটরসাইকেল তল্লাশি করে ৯ কেজি ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ইনামুল ইসলাম ছোটন ও জাকারিয়া বুলু নামে দুজনকে আসামি করে সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা করে পুলিশ। পরবর্তীতে ইনামুল ইসলাম ছোটনকে অভিযুক্ত করে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।

মামলায় ৮ জনের সাক্ষ্য প্রমাণ শেষে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা দণ্ডে দণ্ডিত করেন।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ