যশোর নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগ নেতা আব্দুল আলিম ডিবি পুলিশের হাতে আটক

আরো পড়ুন

নিজস্ব প্রতিবেদক, যশোর যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল আলিমকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার সন্ধ্যায় নরেন্দ্রপুর ইউনিয়নের শাখারীগাতী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আব্দুল আলিম শাখারীগাতী গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।
যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে কোনো নির্দিষ্ট মামলা বা অভিযোগের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

আরো পড়ুন

সর্বশেষ