নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ১

আরো পড়ুন

বরিশাল নগরীতে কিশোরী নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় জসিম খান (৪০) নামের এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (২৮ জানুয়ারি) ভোরে পটুয়াখালী কলাপাড়া উপজেলার ধানখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার জসিম রুপাতলী ধান গবেষণা রোড এলাকার মৃত কাশেম খানের ছেলে এবং বাংলালিংক মোবাইল ফোন কোম্পানির নগরীর ধানগবেষণা রোডের টাওয়ারের নিরাপত্তাকর্মী।

মামলার বরাতে র‌্যাব-৮ এর ১ নাম্বার কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, ২১ জানুয়ারি নৃত্য প্রশিক্ষকের সহকারী মিরাজ হোসেন (২২) ওই কিশোরী নৃত্য শিল্পীকে জরুরি কথা বলে নগরীর রুপাতলী ধানগবেষণা রোডের বাংলালিংক টাওয়ায়ের নিরাপত্তা কর্মীদের কক্ষে নিয়ে যায়। সেখানে নিয়ে বিয়ের আশ্বাসে মিরাজ কিশোরীকে ধর্ষণ করে। পরে জসীমসহ অজ্ঞাত আরো একজন এসে জানায় তাদের কাছে ধর্ষণের ভিডিও ও স্থিরচিত্র আছে, তাই তাদের সঙ্গে শারিরীক সম্পর্ক না করলে তা অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকি দেয়। কিশোরীকে ভয়ভীতি দেখিয়ে তিনজনে পালাক্রমে ধর্ষণ করে।

এ ঘটনায় কিশোরী নৃত‌্য শিল্পীর মা বাদী হয়ে নামধারী মিরাজ ও জসিমসহ অজ্ঞাত এক জনকে আসামি করে কোতয়ালি মডেল থানায় মামলা করে।

গ্রেফতার আসামিকে কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ র‌্যাব কর্মকর্তা।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ