হাসপাতালে নবজাতক ফেলে পালিয়েছে বাবা-মা

আরো পড়ুন

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ফুটফুটে এক নবজাতককে রেখে পালিয়ে গেছেন তার বাবা-মা। এ ঘটনায় হাসপাতালে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, সোমবার সকাল পর্যন্ত মেডিকেলের ২৬ নম্বর ওয়ার্ডের বেডে চিকিৎসাধীন রয়েছে শিশুটি। হাসপাতালের কর্তব্যরত নার্সদের বক্তব্য অনুযায়ী, শনিবার বিকেলে মধ্য বয়সী দুই নারী-পুরুষ শ্বাসকষ্টের কথা বলে বাচ্চাটিকে মেডিকেলে ভর্তি করান।পরবর্তীতে চিকিৎসার কাগজপত্র নিয়ে আসার কথা বলে তারা হাসপাতাল থেকে পালিয়ে যান। এখন পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার ডা. শংকর বিশ্বাস জানান, নবজাতকের বাবা-মাকে খুঁজে না পাওয়া গেলে আদালতের মাধ্যমে শিশুটিকে সমাজসেবা অধিদফতরের ছোটমনি নিবাসে হস্তান্তর করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নগরীর রাজপাড়া থানায় এই বিষয় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ