হাইকোর্টের নির্দেশে খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধ

আরো পড়ুন

হাইকোর্ট স্বাস্থ্য সচিব ও ওষুধ প্রশাসনকে খেয়াল খুশিমতো ওষুধের দাম বাড়ানো বন্ধ করার নির্দেশ দিয়েছে। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে আগামী ৩০ দিনের মধ্যে জানাতে বলা হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোকে সরকারের অনুমোদন ব্যতীত কাঁচামাল আমদানি করতে পারবে না।

ড্রাগস অ্যান্ড কসমেটিকস অ্যাক্ট-২০২৩-এর ৩০ ধারা অনুযায়ী নির্ধারিত নয় এমন ওষুধের কাঁচামাল আমদানি ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সরকারকে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে ওষুধের দাম নির্ধারণ করতে হবে। ওষুধের দাম বৃদ্ধি ও নিয়ন্ত্রণ এবং পর্যবেক্ষণের দায়িত্ব স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ওষুধ প্রশাসনের মহাপরিচালকের।

এই নির্দেশিকা কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে দেওয়া হয়েছে। রিটে অভিযোগ করা হয়েছে যে, ওষুধ কোম্পানিগুলো ‘স্বেচ্ছাচারী ও আইনবহির্ভূতভাবে’ ওষুধের দাম বাড়িয়েছে। গত ১৫ মাসে ১১৭টি ওষুধের দাম ১৩ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ