সৌদি আরব ও রাশিয়া থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করবে সরকার

আরো পড়ুন

সরকার রাষ্ট্রীয় চুক্তির আওতায় সৌদি আরব ও রাশিয়া থেকে ৭০ হাজার মেট্রিক টন সার আমদানি করার অনুমোদন দিয়েছে। এর মধ্যে ৪০ হাজার টন ডিএপি এবং ৩০ হাজার টন এমওপি সার রয়েছে।

আমদানির খরচ:

  • মোট ব্যয় হবে ৩৫১ কোটি ২৫ লাখ ৭৫ হাজার টাকা।
  • ডিএপি সারের জন্য খরচ হবে ২৫৫ কোটি ৬৪ লাখ টাকা।
  • এমওপি সারের জন্য খরচ হবে ৯৫ কোটি ৬১ লাখ ৭৫ হাজার টাকা।

আমদানিকারী:

  • বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)

আমদানির উৎস:

  • ডিএপি সার:
    • সৌদি আরবের ‘মা আদেন’
  • এমওপি সার:
    • রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশন ‘প্রডিন্টরগ’

বৈঠক:

  • বৃহস্পতিবার (১৪ মার্চ) অর্থমন্ত্রী আহমুদ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়েছে।

অন্যান্য তথ্য:

  • ২০২৩-২০২৪ অর্থবছরে এমওপি সার আমদানির লক্ষ্যমাত্রা ৯ লাখ মেট্রিক টন।
  • এ পর্যন্ত ৭ লাখ ৬৭ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি হয়েছে।

উদ্ধৃতি:

  • মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) মো. মাহমুদুল হোসাইন খান: “এই আমদানির মাধ্যমে দেশে সারের ঘাটতি পূরণ হবে এবং কৃষকদের সার সরবরাহ নিশ্চিত হবে।”

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ