সুনামগঞ্জে বিবাদের আশঙ্কায় ১৪৪ ধারা জারি

আরো পড়ুন

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে ইজারা নিয়ে বিবাদের আশঙ্কায় আজ শনিবার (২০ এপ্রিল) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না এই আদেশ জারি করেছেন।

১৪৪ ধারা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

জাউয়া বাজারের ইজারা নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। গতকাল শুক্রবার রাতে এই বিরোধ তীব্রতর হয়ে ওঠে। এমনকি সংঘর্ষের আশঙ্কাও দেখা দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই আজ সকালে ১৪৪ ধারা জারি করা হল।

১৪৪ ধারা জারির আওতায় জাউয়া বাজার এলাকা এবং তার আশপাশে অগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন করা নিষিদ্ধ। লাঠি, ছুরি বা অন্য কোনো ধরনের অস্ত্র বহন করা নিষিদ্ধ। মাইকিং করা নিষিদ্ধ। পাঁচজনের বেশি লোক একসাথে জমা হতে পারবে না। কোনো ধরনের সভা, সমাবেশ বা মিছিল করা নিষিদ্ধ।

আশা করা হচ্ছে এই আদেশের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ