রমজানে অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে বিনামূল্যে সবজি বিতরণ

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত, বেনাপোল প্রতিনিধিঃ

যশোরের বেনাপোলে সাড়া ফেলেছে ‘বিনামূল্যে সবজি বিতরণ’ । এখান থেকে সবজি নিয়ে উপকৃত হচ্ছেন স্থানীয় অসচ্ছল পরিবারের সদস্যরা।

রমজান মাসের অর্ধেক শেষ হয়ে গেছে। মধ্য রমজানে এসেও ভোগ্যপণ্যের বাজারে স্বস্তি পাচ্ছেন না ক্রেতারা। সাধারণ মানুষের কথা মাথায় রেখে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে বেনাপোলের মেহেদী হাসান শাওন ।

বেনাপোল পৌরসভার বেনাপোল ওয়ার্ডের প্রতিটি মহল্লায় প্রতিদিন শাওনের  উদ্যেগে প্রত্যেক অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে শাক-সবজি। এ কার্যক্রমে বিতরণ হচ্ছে আলু, পেয়াজ, কাঁচা ঝাল, উচ্ছে,  টমেটো, লাউ, লাল শাক, পুইশাক, কলা, পেঁপে। অসচ্ছল ও যাদের কেনার সামর্থ্য নেই এমন পরিবারকে প্রয়োজন অনুযায়ী সবজি সরবরাহ করা হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মহিলা বলেন, বিনা মূল্যে শাক সবজি পেয়ে খুবই ভালো লাগছে। আমি প্রতিদিন এসে শাক-সবজি নিয়ে যাই।

আক্কাস আলী বলেন, সারা দিন ভ্যান চালিয়ে সর্বোচ্চ ৩০০ টাকা আয় করতে পারি। এই টাকা দিয়ে জিনিসপত্র কিনতে গিয়ে খুবই কষ্ট হয়। প্রতিদিন বিনা মূল্যে শাকসবজি পেয়ে আমার উপকার হচ্ছে।

বিনামূল্যে সবজি বিতরণের অন্যতম উদ্যোক্তা বেনাপোল পৌর আওয়ামিলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব মাহাতাব উদ্দিনের কনিষ্ঠ সন্তান মেহেদী হাসান শাওন জানান, এই রমজান মাসে অনেকে আর্থিকভাবে কষ্টে আছেন। তাদের কথা চিন্তা করে আমরা পারিবারিকভাবে এ উদ্যোগ নিয়েছি। আমাদের এ কার্যক্রম পুরো রমজান মাস ব্যাপী চলবে।

এসময় উপস্থিত ছিলেন কনক, খলিল, জুয়েল, শুকুর আলী, ইমন, রাজ্জাকসহ প্রমুখ।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ