যশোর পৌরসভার সাপ্লাই পানির প্রবাহ ও স্বাস্থ্য সম্মত করা, মশা নিধনসহ নানা দাবিতে স্মরকলিপি প্রদান

আরো পড়ুন

সাপ্লাই পানির প্রবাহ ও স্বাস্থ্য সম্মত করা, মশা নিধন এবং সকল ড্রেন সমূহ বর্ষার পূর্বে পরিষ্কার ও সংস্কারসহ বিভিন্ন দাবিতে পৌরসভার মেয়রকে স্মারকলিপি প্রদান করেছে যশোর পৌর নাগরিক কমিটি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুরে যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ এ স্মারকলিপি গ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন যশোর পৌর নাগরিক কমিটির আহ্বায়ক শওকত আলী খান, সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু, সদস্য তসলিমুর রহমান, ইলাহ দাত খান প্রমুখ।

স্মারকলিপি প্রদানকালে যশোর পৌর নাগরিক কমিটির সদস্য সচিব জিল্লুর রহমান ভিটু বলেন, আমরা টাকা দিয়ে পৌরসভার নিকট থেকে পানি ক্রয় করলেও পানি সঠিকভাবে পাচ্ছি না এবং পানি স্বাস্থ্য সম্মত নয়। নাগরিকরা পানি না পেয়ে বা ব্যবহার অনুপযোগী পানি কেন টাকা দিয়ে ক্রয় করবে? দ্রুত পানি সমস্যার সমাধান চাই। সমাধান না পেলে কঠোর আন্দোলনে যাবো।

তিনি আরও বলেন, মশার প্রকোপ প্রচন্ড বৃদ্ধি পেয়েছে। দিনে-রাতে মশার অত্যাচারে মানুষ অতিষ্ঠ। ড্রেনসমূহ মশাদের আতুর ঘরে পরিণত হয়েছে। বর্ষা মৌসুম সমাগত। এখনি ড্রেনসমূহ পরিষ্কার ও সংস্কার না করলে সামান্য বৃষ্টিতে বিভিন্ন এলাকায় জলবদ্ধতা দেখা দেবে। দাবিসমূহ ঈদুল ফিতরের আগে বাস্তবায়ন করা না হলে ঈদের পর বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবো।

যশোর পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা হায়দার গণি খান পলাশ বলেন, দ্রুত পৌরসভার সকল সমস্যার সমামধানের চেষ্টা করছি।’

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ