যশোরে ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস: দেশের নতুন তাপমাত্রা রেকর্ড!

আরো পড়ুন

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোরে তাপমাত্রা ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে চলতি মৌসুমের দেশের সর্বোচ্চ রেকর্ড গড়েছে। এটি আগের রেকর্ড ভেঙেছে যা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয়েছিলো।

আবহাওয়া অধিদপ্তরের মতে, আজ দুপুর ২টায় যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমানবন্দরে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

এর আগে, গতকাল সোমবার (২৯ এপ্রিল) যশোরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২.৮ ডিগ্রি সেলসিয়াস। আজই বেলা ৩টায় চুয়াডাঙ্গায় ৪৩.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল, যা ছিলো আজ পর্যন্ত চলতি মৌসুমের সর্বোচ্চ।

চুয়াডাঙ্গা জেলার ইতিহাসে এর আগে কখনো এতো তাপমাত্রা রেকর্ড করা হয়নি বলে জানিয়েছেন চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান।
আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিন তাপমাত্রা আরও বাড়তে পারে। তীব্র তাপপ্রবাহ থেকে সাবধান থাকার জন্য সকলকে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ