যশোরে তিন দশক পর ফিরছে বর্ণাঢ্য বৈশাখী মেলা!

আরো পড়ুন

তিন দশক পর যশোর জেলায় ফিরছে বর্ণাঢ্য বৈশাখী মেলা। আজ ৩০ চৈত্র (১৩ এপ্রিল) শনিবার যশোর টাউন হল ময়দানে লোকজ সাংস্কৃতিক উৎসব ও বৈশাখী মেলা ১৪৩১-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবরাউল হাসান মজুমদার।

দশ দিনব্যাপী এই মেলায় গ্রামবাংলার ঐতিহ্য ও লোকজ সংস্কৃতি তুলে ধরা হবে।

মেলার আকর্ষণ:

কবিগান, পটগান, গম্ভীরা, জারিগান, সাঁই, যাত্রা, লাঠিখেলা, সাপ খেলাসহ গ্রামবাংলার বিভিন্ন লোক আঙ্গিকের প্রদর্শন শিশুদের জন্য আলাদা আয়োজন, যশোরের ঐতিহ্যবাহী বিভিন্ন পণ্যের স্টল যশোরের বরেণ্য ব্যক্তিদের নামে ‘প্যাভেলিয়ন’, জেলার প্রয়াত সংস্কৃতি কর্মীদের সম্মান জানানো।

যশোর জেলা প্রশাসনের সহযোগিতায় এই মেলার আয়োজন করে সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোর ও যশোর ইনস্টিটিউট।

আশা করা হচ্ছে এই মেলা যশোরের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করবে এবং পর্যটকদের আকর্ষণ করবে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ