মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি বন্ধে আইন আসছে: আইনমন্ত্রী

আরো পড়ুন

আজকের সংসদ অধিবেশনে আইনমন্ত্রী আনিসুল হক মিথ্যা তথ্য ও খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধে নতুন আইন আসছে বলে জানিয়েছেন। জাতীয় পার্টির এমপি রুহুল আমিন হাওলাদারের এক সম্পূরক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা জানান।

জাপা এমপি রুহুল আমিন হাওলাদার বলেন, অনেক অনলাইন সংবাদমাধ্যম মিথ্যা সংবাদ পরিবেশন করে অস্থিরতা সৃষ্টি করে, অপপ্রচার করে। এগুলো বন্ধে আইন করা হবে কি না?

আইনমন্ত্রী বলেন, মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি বন্ধ করতে সরকার ব্যবস্থা নেবে। কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। সংবাদমাধ্যম নিয়ন্ত্রণ সরকারের উদ্দেশ্য নয়।

আইনের বিষয়বস্তু:

সাইবার সিকিউরিটি অ্যাক্ট এবং আরও কিছু আইন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাধ্যমে এই সংসদে আসবে। মিথ্যা তথ্য এবং মিথ্যা খবর দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হবে। সংবাদ মাধ্যমের স্বাধীনতা কোনোভাবেই সরকার খর্ব করবে না।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ