“মার্চ মাসে সড়ক দুর্ঘটনায় নিহতের এক-তৃতীয়াংশ মোটরসাইকেলের আরোহী

আরো পড়ুন

গত মার্চ মাসে সারা দেশে সড়ক দুর্ঘটনায় মোট ৫৬৫ জন নিহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির এক প্রতিবেদনে বলা হয়েছে যে, নিহতদের মধ্যে ২০৩ জনই ছিলেন মোটরসাইকেলের আরোহী, যা মোট নিহতের ৩৫.৯৩%।

এই প্রতিবেদনটি বুধবার বিকেলে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়। বিভিন্ন সংবাদমাধ্যম থেকে দুর্ঘটনার তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, মার্চ মাসে মোট ৫৫২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৮১টি ছিল মোটরসাইকেল দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২২৮ জন।

নিহত অন্যান্যদের মধ্যে রয়েছেন ৬৪ জন নারী, ৬৩ জন শিশু, ৭৮ জন পথচারী এবং ১৩০ জন বিভিন্ন যানবাহনের চালক। এছাড়াও, গত মাসে রেলপথে ৩৮টি দুর্ঘটনায় ৩১ জন ও নৌপথে ৭টি দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন।

যাত্রী কল্যাণ সমিতি দুর্ঘটনা কমানোর জন্য তৎপর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ