মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে ইউপি সদস্য নিহত

আরো পড়ুন

গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে বাদশা মিয়া (৪৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যের মৃত্যু হয়েছে। এসময় ওই যুবকের ছুরিকাঘাতে স্বপন (৩৩) ও সবুজ (৩৫) নামে আরও দুজন আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের হাসপাতালে নেওয়া হয়।

সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পূর্ব নয়নপুর গ্রামে নিহত ইউপি সদস্যদের বাড়ির সামনের রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত বাদশা মিয়া ওই গ্রামের আমির উদ্দিনের ছেলে ও বেতকাপা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৮ নং ওয়ার্ডের সদস্য ছিলেন।
আহত স্বপন ও সবুজ ওই গ্রামের আলতাফ হোসেন সাদা মিয়ার ছেলে। তাদেরকে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান বলেন, ‘সম্প্রতি ওই এলাকায় রাতে ছিচকে চুরি আশঙ্কাজনক হারে বেড়েছে। এ কারণে তার পরামর্শে এলাকাবাসী রাতে পাহারার জন্য কয়েকজন যুবককে প্রহরী হিসেবে নিয়োগ করেন। এলাকায় ঘোষণা করা হয় বিনা প্রয়োজনে রাত ১১টার পর বাড়ির বাইরে কেউ গ্রামে ঘোরাঘুরি করবেন না।’

তিনি আরো বলেন, ‘রাত ১২টার দিকে একই গ্রামের মোসলেম উদ্দিন আকন্দ ওরফে ভোলার ছেলে পাপুল আকন্দসহ তিনজন যুবককে মাদকাসক্ত অবস্থায় দেখতে পেয়ে প্রহরীরা তাদের পথরোধ করেন। এই নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। খবর পেয়ে ইউপি সদস্য বাদশা মিয়াসহ কয়েকজন ঘটনাস্থলে উপস্থিত হন। তাদের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন পাপুলসহ অপর দুই যুবক। একপর্যায়ে পাপুল তার কোমরে থাকা ছুরি দিয়ে বাদশা মিয়াসহ তার পাশে থাকা স্বপন ও সবুজকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এতে তিনজনই আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে এবং পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ইউপি সদস্য বাদশা মিয়ার মৃত্যু হয়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীবাকর অধিকারী বলেন, ‘অভিযুক্ত পাপুলকে আটক করতে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ।’

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, ‘এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ