বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহের আভাস!

আরো পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের এক পূর্বাভাস অনুযায়ী, বৈশাখের শুরুতেই দেশব্যাপী তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে। তাপপ্রবাহের সাথে সাথে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ভ্যাপসা গরমে মানুষ অস্বস্তিতে ভুগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ১৪ এপ্রিল (রবিবার) পহেলা বৈশাখ থেকে শুরু করে ১৯ এপ্রিল (বুধবার) পর্যন্ত তাপপ্রবাহ তীব্র হতে পারে। তবে ১৬ এপ্রিল (শনিবার) থেকে ১৯ এপ্রিল (বুধবার) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে।

বর্ধিত ৫ দিনের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, তাপমাত্রাও ধীরে ধীরে বাড়তে থাকবে। আগামী সপ্তাহের মাঝামাঝি সময়ে তীব্র তাপপ্রবাহের তীব্রতা সর্বাধিক হতে পারে।

গত ২৪ ঘণ্টায়:

  • দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।
  • ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস।

আগামীকালের (শনিবার) আবহাওয়ার পূর্বাভাস:

  • সারাদেশের আকাশ অস্পষ্ট থাকতে পারে।
  • দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
  • কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে।

সূত্র:আবহাওয়া অধিদপ্তর

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ