বেনাপোল কাস্টমসের অভিযানে পায়ুপথে স্বর্ণ পাচারকারী আটক

আরো পড়ুন

বেনাপোল কাস্টমসের অভিযানে পায়ুপথে স্বর্ণ পাচারের চেষ্টাকালে মেহেদী হাসান (২১) নামে এক পাসপোর্ট যাত্রীকে আটক করা হয়েছে। সোমবার সকালে বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশের সময় তাকে চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্যরা আটক করে।

আটক মেহেদী হাসান কুমিল্লা জেলার চান্দিনা থানার জোয়াগ গ্রামের আব্দুল বাতেনের ছেলে।

বেনাপোল চেকপোস্ট কাস্টমস শুল্ক গোয়েন্দার সদস্য আফজাল হোসেন ও রাসেদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেহেদী হাসানকে তল্লাশি করলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বার দুটির ওজন ২৪৫ গ্রাম এবং বাজার মূল্য আনুমানিক ২১ লাখ ৩৪ হাজার টাকা।

তারা আরও জানান, স্বর্ণ পাচারকারী মেহেদী হাসানকে বেনাপোল পোর্ট থানায় স্বর্ণ পাচার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় বেনাপোল কাস্টমস দক্ষিণ সার্কেল সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আশরাফুল ইসলাম বলেন, “স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কাস্টমস গোয়েন্দারা এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ