বুয়েট ছাত্রলীগ নেতা ইমতিয়াজের হলের সিট ফিরিয়ে দেওয়ার নির্দেশ হাইকোর্টের

আরো পড়ুন

হাইকোর্ট বুয়েটের পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেন রাব্বির হলের সিট ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। সোমবার (৮ এপ্রিল) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছিল। রিটে ইমতিয়াজ রাব্বিকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছিল। ইমতিয়াজ হোসেনের পক্ষে ব্যারিস্টার হারুনুর রশিদ এ রিট দায়ের করেন।

বুয়েটের ভিসিসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়।

বুয়েট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ক্যাম্পাসের ছাত্ররাজনীতির সঙ্গে জড়িত পুরকৌশল বিভাগের ছাত্র ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা ইমতিয়াজ হোসেনের হলের সিট বাতিল করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরপর ইমতিয়াজ হোসেন হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে ইমতিয়াজ হোসেনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জরুল হক। হাইকোর্ট বুয়েট কর্তৃপক্ষের সিদ্ধান্ত বাতিল করে ইমতিয়াজ হোসেনকে হলে সিট ফেরত দেওয়ার নির্দেশ দেন।

এই আদেশের ফলে বুয়েটে ছাত্ররাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের আন্দোলন আরও তীব্র হতে পারে। একই সাথে, হাইকোর্টের এই আদেশ বুয়েট কর্তৃপক্ষের জন্য একটি ধাক্কা হিসেবে বিবেচিত হচ্ছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ