বিএসএফের গুলিতে গরু ব্যবসায়ী নিহত

আরো পড়ুন

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্তে ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে আল-আমিন নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

ঘটনাটি মঙ্গলবার ভোরে সীমান্ত থেকে ভারতের প্রায় দুই কিলোমিটার অভ্যন্তরে মিলমারি এলাকায় ঘটে। নিহত আল-আমিন পোরশা উপজেলার নীতপুর গ্রামের কলনীপাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে।

জানা গেছে, সোমবার রাতে ৭/৮ জনের একটি দল নীতপুর সীমান্ত দিয়ে ভারতের মালদা জেলার মধ্য গরু আনতে যান। মঙ্গলবার ভোর রাতে গরু নিয়ে বাংলাদেশে ফিরে আসার সময় বিএসএফের টেক্কাপাড়া ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করে। গরু ব্যবসায়ীরা পালিয়ে নীতপুর সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে আসার সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। আল-আমিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন, অন্যরা পালিয়ে যান। পরে বিএসএফ আল-আমিনের মরদেহ নিয়ে যায়।
পদক্ষেপ:

নওগাঁ-১৬ বিজিবির অধিনায়ক লে: কর্নেল মুহম্মদ সাদিকুর রহমান জানান, বিষয়টি জানতে পেরে ভারতের বিএসএফ-১৫৯ ব্যাটলিয়নে একটি পত্র পাঠানো হয়েছে।

জাগো/আর‌এইচ‌এম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ