বরগুনায় পারিবারিক কলহের জেরে যুবকের আত্মহত্যা

আরো পড়ুন

বরগুনার পাথরঘাটায় পারিবারিক কলহের জেরে মঙ্গলবার চালের পোকা দমনের ট্যাবলেট খেয়ে মো: জামাল হোসেন (৩৫) নামের এক যুবক আত্মহত্যা করেছে।

বুধবার সকাল ৬টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত জামাল উপজেলার সদর ইউনিয়নের পদ্মা এলাকার মো: আব্দুল মান্নান কাজীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, জামালের বাড়িতে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার রাত ১০টার দিকে আত্মহত্যার উদ্দেশে নদীর পাড়ে গিয়ে চালের পোকা মারার ট্যাবলেট খান তিনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজি করে নদীর পাড় থেকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অবস্থার অবনতি হলে তাকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দ্রুত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠান। সেখানে বুধবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার বলেন, এ রকম খবর শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ