পর্বতারোহণের জাতীয় রেকর্ড করতে পর্বতচূড়ায় উঠবেন দুই অভিযাত্রী

আরো পড়ুন

বাংলাদেশি পর্বতারোহী সালেহীন আরশাদী ও ইমরান খান হিমালয়ের পশ্চিম অংশের ছয় হাজার মিটারের পাঁচটি চূড়ায় আরোহণ করতে যাচ্ছেন। উত্তর ভারতের লাদাখের মারখা উপত্যকায় শুরু হবে এই অভিযান।

আজ রবিবার (৪ সেপ্টেম্বর) ভারতের উদ্দেশে যাত্রা শুরু করেছেন দুই অভিযাত্রী। ৭ সেপ্টেম্বর বেসক্যাম্পের উদ্দেশে হাঁটা শুরু করবেন তাঁরা।

১৫ দিনের অভিযানে কাং ইয়াৎসে ২ (৬২৫০ মিটার), জো জংগো (৬২৫০ মিটার), জো জংগো-ইস্ট (৬২০০ মিটার), রিগিওনি মালাই রি ১ (৬০৮০ মিটার) ও রিগিওনি মালাই রি ২ (৬০০০ মিটার) নামের পাঁচটি চূড়া আরোহণের পরিকল্পনা করেছেন অভিযাত্রীরা। অভিযানটি সফল হলে পর্বতারোহণের নতুন জাতীয় রেকর্ড হবে।

অদ্রির সিওও মোহাম্মদ শরীফুল ইসলাম বলেন, গোযায়ান এক্সপেডিশন লাদাখ নামের এই অভিযানের মূল উদ্দেশ্য পর্বতারোহণকে বাংলাদেশিদের মধ্যে জনপ্রিয় করে তোলা।

পর্বতভিত্তিক অ্যাডভেঞ্চার প্ল্যাটফর্ম ‘অদ্র’ অভিযানটি আয়োজন করেছে। পৃষ্ঠপোষকতা করছে ভ্রমণবিষয়ক তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান গোযায়ান। প্রচার সহযোগী ‘দ্য ডেইলি স্টার’। অভিযানের সহযোগী হিসেবে আছে ট্রাভেলার্স অব বাংলাদেশ (টিওবি) ও অ্যাডভেঞ্চার ক্লাব দ্য কোয়েস্ট।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ