পদ্মা সেতু দিয়ে ঈদ যাত্রীরা স্বস্তিতে, মোটরসাইকেল আরোহীদের বিড়ম্বনা

আরো পড়ুন

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদ যাত্রীরা কোনো রকমের ভোগান্তি ছাড়াই পদ্মা সেতু দিয়ে স্বস্তিতে পারাপার হচ্ছেন। তবে গুড়িগুড়ি বৃষ্টিতে মোটরসাইকেল আরোহীদের পড়তে হয়েছে বিড়ম্বনায়।

ভোরে পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় ব্যক্তিগত যানবাহন ও পরিবহনের তীব্র চাপ দেখা গেছে। বেলা বাড়ার সাথে সাথে যানজটের তীব্রতা কমে যায়।

সকাল ১০টা থেকে হঠাৎ গুড়িগুড়ি বৃষ্টিতে মোটরসাইকেল আরোহীদের বিড়ম্বনা শুরু হয়। সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত এ ৪ ঘণ্টায় সহস্রাধিক মোটরসাইকেল ঢাকা থেকে পদ্মা সেতু দিয়ে পার হয়েছে। ১০টার পরে থেকে গুড়িগুড়ি বৃষ্টির কারণে মোটরসাইকেলের সংখ্যা কমে গেছে। একটি মোটরসাইকেলে দুইজনের অধিক এবং হেলমেট ছাড়া প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

সড়কে বিশৃঙ্খলা এড়াতে মহাসড়কের ৬টি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে ঈদে বাড়ি ফেরা মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৭টি টোল বুথে প্রতি পাঁচ সেকেন্ডে একটি করে যানবাহনে টোল আদায় করা হচ্ছে। মোটরসাইকেলের উপচে পড়া ভিড় থাকায় আলাদা দু’টি লেন তৈরি করে টোল আদায় করা হচ্ছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ