দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আগামী ২ মে

আরো পড়ুন

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৭২ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে আগামী ২ মে বিকেল ৫ টায় ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন আহ্বান করেছেন।

এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইং আইন শাখা।

সোমবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালামের সই করা এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশটি সাধারণ অবগতির জন্য প্রকাশ করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচন গত ৭ জানুয়ারী অনুষ্ঠিত হয়েছিল। নতুন সংসদের প্রথম অধিবেশন গত ৯ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়েছিল।

উল্লেখ্য, বাংলাদেশের জাতীয় সংসদ এককক্ষীয়। সংসদে মোট ৩৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে ৩০০ জন সাধারণ নির্বাচনে নির্বাচিত হন এবং ৫০ জন মহিলাদের জন্য সংরক্ষিত। জাতীয় সংসদের মেয়াদ ৫ বছর।

জাগো/ আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ