দেশের সর্বোচ্চ তাপমাত্রা যশোরে; গত সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহে ভেঙেছে সব রেকর্ড

আরো পড়ুন

শনিবার (২০ এপ্রিল) যশোর বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটিতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪২.৬ ডিগ্রি সেলসিয়াস। এটি দেশের সর্বোচ্চ তাপমাত্রা। এর আগে গত বৃহস্পতিবার যশোরের তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস।

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২.৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যশোরে তাপমাত্রা আরও বেড়ে দাঁড়িয়েছে ৪২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।

প্রচণ্ড গরমে জনজীবন বিপর্যস্ত। রাস্তার পিচ গলে যাচ্ছে। রিকশাচালক, শ্রমিক, সাধারণ মানুষ – সকলেই চরম ভোগান্তিতে। গরমে স্বস্তি পেতে মানুষ রাস্তার পাশে জিরিয়ে নিচ্ছে, পানি দিয়ে মুখ মুখে ঠান্ডা করছে। শিশুরা জলকেলিতে মাতছে। তীব্র তাপপ্রবাহের প্রভাবে বাসার পানির রিজার্ভ ট্যাংকের পানি গরম হয়ে যাচ্ছে। শরবত বিক্রেতাদের বিক্রি বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী কিছুদিন এই তীব্র তাপপ্রবাহ অব্যাহত থাকবে। পানি সংকটও দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির ব্যবহার বৃদ্ধি, পুকুর ভরাট, নককূপ স্থাপন – এসব কারণে পানির সংকট দেখা দিয়েছে। গ্রীন ওয়ার্ন্ড এনভাইরনমেন্ট ফাউন্ডেশন জলাধর সংরক্ষণ আইন দ্রুত বাস্তবায়নের জোর দিয়েছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সাবমারসিবল পানি সরবরাহ নিশ্চিত করার জন্য পদক্ষেপ নিয়েছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ