দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী-কর্মকর্তাদের পেনশনের আওতায় আনার নির্দেশ

আরো পড়ুন

বাংলাদেশ ব্যাংক দেশের সব আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার নির্দেশ দিয়েছে। ২০২৩ সালের ৩১ জানুয়ারি সরকার সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন-২০২৩ এবং ১৩ আগস্ট সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা-২০২৩ প্রণয়ন করে।

এই স্কিমে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারী, অনানুষ্ঠানিক খাতে কর্মরত ব্যক্তি, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী ব্যক্তি এবং বিদেশে কর্মরত বাংলাদেশি নাগরিকরা অংশগ্রহণ করতে পারবেন।

এই সিদ্ধান্ত দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি সুখবর। এতে করে তাদের অবসর জীবন নিরাপদ হবে। সরকারের এই পদক্ষেপ সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

সকল আর্থিক প্রতিষ্ঠানকে এই নির্দেশনা মেনে চলতে হবে। কর্মচারী ও কর্মকর্তাদের স্কিম সম্পর্কে সচেতন করতে হবে। স্কিম পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।

সরকারের এই সিদ্ধান্ত দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারী ও কর্মকর্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থাকে আরও উন্নত করতে সাহায্য করবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ