এক বছরের সাজা এড়াতে পলাতক ২৭ বছর, অবশেষে গ্রেপ্তার

আরো পড়ুন

ঝালকাঠিতে যৌতুক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি আলমগীর হোসেন (৫৯)কে ২৭ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৮। বুধবার (৩১ জানুয়ারি) বরিশাল নগরীর রুপাতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, ১৯৯৬ সালে ঝালকাঠিতে আলমগীরের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইনে মামলা করা হয়। ১৯৯৯ সালে আদালত তাকে দোষী সাব্যস্ত করে এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। সাজা থেকে বাঁচতে তিনি প্রবাসে চলে যান এবং ২৭ বছর পলাতক ছিলেন।

গত বছরের আগস্ট মাসে দেশে ফিরে আত্মগোপনে চলে যান আলমগীর। র‌্যাব-৮ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানির অধিনায়ক (উপপরিচালক) মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গ্রেপ্তার আলমগীরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ