ঈদে কুয়াকাটায় আড়াই লাখ পর্যটক আগমনের আশা

আরো পড়ুন

পবিত্র ঈদুল ফিতর ও পহেলা বৈশাখের ছুটিতে আড়াই লাখ পর্যটক আগমনের আশা করছেন কুয়াকাটার পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। ইতোমধ্যে বুকিং হয়েছে ৭০ শতাংশ হোটেল মোটেলের কক্ষ। তাই শেষ সময়ে ধায়া মোছা এবং রং তুলির আঁচড়ে নতুন করে সাজানো হচ্ছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান।

এদিকে প্রায় একমাস পর্যটকশূন্য থাকায় সৈকতের প্রকৃতি তার নিজস্ব রুপে সেজেছে। ঈদের পরে আগত পর্যটকরা এ মনভোলানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন।

সৈকতের ভাসমান দোকান নতুন করে তৈরি করা হচ্ছে। হোটেল মোটেলসহ পর্যটন সংশ্লিষ্ট সব ব্যবসায়ীরাই নতুন করে প্রতিষ্ঠান সাজাচ্ছেন।

ফাইভ স্টার মানের হোটেল মোটেলগুলো শতভাগ বুকিং হয়ে গেছে। অন্যান্য হোটেল মোটেলের ৭০ ভাগ কক্ষ বুকিং হয়েছে। আশা করা হচ্ছে ঈদের আগে সকল হোটেল মোটেল বুকিং হয়ে যাবে।

ঈদে আগত পর্যটকদের নিরাপত্তা দিতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ জোন ।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ