ঈদের ছুটি আরও এক দিন বাড়ানোর সুপারিশ নাকচ করেছে মন্ত্রিসভা

আরো পড়ুন

আগামী পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি (চাঁদ দেখা সাপেক্ষে) ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত। এর আগে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ৯ এপ্রিল ঈদের অতিরিক্ত ছুটি দেওয়ার সুপারিশ করেছিল।

কিন্তু সোমবার মন্ত্রিসভা বৈঠকে আইনশৃঙ্খলা কমিটির এই সুপারিশ নাকচ করে দেওয়া হয়েছে।

মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত:

  • মন্ত্রিসভা জানায়, আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ঈদের ছুটি আরও এক দিন বাড়ানোর যে আবেদন করেছিল তা গ্রহণ করা হয়নি।
  • মন্ত্রিসভা মনে করে, এমনিতেই এবার ৯ দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে।
  • দীর্ঘ ছুটির ফলে কাজে স্থবিরতা নামতে পারে।

তবে, যারা দূরে ঈদ করতে যাবেন তারা তো চাইলে ছুটি নিতে পারেন। তাদের সেই অধিকার আছে।

মন্ত্রিপরিষদ সচিবের বক্তব্য:

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘আইনশৃঙ্খলা কমিটির সুপারিশ অনুমোদন দেয়নি মন্ত্রিসভা। মন্ত্রিসভা বলেছে, এমনিতেই এবার বেশ অনেক দিন ছুটি পাওয়া যাচ্ছে। এরমধ্যে ৯ এপ্রিল ছুটি দেওয়া হলে ছুটি দীর্ঘ হয়ে যাবে। এতে কাজে স্থবিরতা নামতে পারে।’

এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকুরিজীবীরা ৯ এপ্রিল অতিরিক্ত ছুটি পাবেন না।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ