আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ৮ জোড়া বিশেষ ট্রেন

আরো পড়ুন

শুক্রবার (৫ এপ্রিল) থেকে ঈদের আগের দিন পর্যন্ত এবং ঈদের পরে ৫ দিন ৮ জোড়া বিশেষ ট্রেন নির্ধারিত সময়সূচি অনুযায়ী চলাচল করবে।

ট্রেনের তালিকা:

  1. চাঁদপুর ঈদ স্পেশাল (১ ও ৩): চট্টগ্রাম-চাঁদপুর
  2. চাঁদপুর ঈদ স্পেশাল (২ ও ৪): চাঁদপুর-চট্টগ্রাম
  3. ময়মনসিংহ ঈদ স্পেশাল (৫ ও ৬): চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম
  4. দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল (৭ ও ৮): ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা
  5. কক্সবাজার ঈদ স্পেশাল (৯ ও ১০): চট্টগ্রাম-কক্সবাজার-চট্টগ্রাম (শুধুমাত্র ঈদের আগে ৮ ও ৯ এপ্রিল এবং ঈদের পরের দিন থেকে ৩ দিন)
  6. শোলাকিয়া ঈদ স্পেশাল (১১ ও ১২): ভৈরব বাজার-কিশোরগঞ্জ-ভৈরব বাজার (শুধুমাত্র ঈদের দিন)
  7. শোলাকিয়া ঈদ স্পেশাল (১৩ ও ১৪): ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ (শুধুমাত্র ঈদের দিন)
  8. ঈদ স্পেশাল (১৫ ও ১৬): জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর (ঈদের আগে ৭-৯ এপ্রিল পর্যন্ত ৩ দিন এবং ঈদের পরের দিন থেকে ৩ দিন)

টিকিট সংগ্রহ:

  • অনলাইনে: বাংলাদেশ রেলওয়ে: ওয়েবসাইট
  • স্টেশনের টিকিট কাউন্টার

অন্যান্য তথ্য:

  • ট্রেনের সময়সূচি: বাংলাদেশ রেলওয়ে ওয়েবসাইট
  • ট্রেনের টিকিট দ্রুত বিক্রি হয়ে যাচ্ছে, তাই আগে থেকে টিকিট সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
  • ঈদের সময় ট্রেনে ভিড় বেশি থাকে, তাই ধৈর্য ধরে যাত্রা করার জন্য অনুরোধ করা হচ্ছে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ