৫ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী ও তাঁর সহযোগী আটক

আরো পড়ুন

আবু সাঈদ শান্ত, বেনাপোল (যশোর) প্রতিনিধিঃ

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী বেনাপোলের আশানুর মোল্লাসহ দুই জনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা। আটক অন্যজন হচ্ছে বেনাপোল কলেজপাড়ার রাজিব ভূঁইয়া। এর মধ্যে আশানুরের বিরুদ্ধে ২০টি ও বাজিবের বিরুদ্ধে ৭টি মামলা চলমান রয়েছে। ১১ ডিসেম্বর ভোরে তাদের আটক ও ওই বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে।

জেলা পুলিশের সূত্র জানিয়েছে, গোপন সংবাদে ১১ ডিসেম্বর সকাল সাড়ে ৬ টায় ডিবি যশোরের এসআই সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল যশোরের হাশিমপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় বেনাপোল বাজারের ইসলামী ব্যাংকের সামনে থেকে শীর্ষ মাদক ব্যবসায়ী গয়ড়ার আশানুর মোল্লা (৩৬) ও তার সহযোগি বেনাপোল কলেজপাড়ার রাজিব ভূঁইয়াকে (২৫) ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য অনুমানিক ১৫ লাখ টাকা।

এ ব্যাপারে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ রুপণ কুমার সরকার জানিয়েছেন, আটককৃত মোস্টওয়ান্টেড আসামি আশানুর মোল্লা’র বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক, মাদকসহ মিলিয়ে মোট ২০ টি মামলা চলমান রয়েছে। এছাড়া রাজিব ভূঁইয়া’র বিরুদ্ধে ৭ টি মাদক মামলা চলমান রয়েছে।

আশানুর বর্তমানে যশোার জেলার সব চেয়ে বড় মাদক ব্যবসায়ী বলে তথ্য মিলেছে। তার চক্রে আরো অনেকে রয়েছে একে একে সবাইকে আটকের আওতায় আনা হবে।

জাগো/আরএইচএম

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ