যৌতুকের টাকা না পাওয়ায় বিয়ের আসর থেকে চলে গেলেন বর

আরো পড়ুন

নেত্রকোনার কলমাকান্দায় যৌতুকের টাকা না পাওয়ায় বিয়ে ভেঙে গেলো। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বামনগাঁও গ্রামের মো. হাসেন মিয়ার বিয়ে ঠিক হয় পার্শ্ববর্তী রংছাতি ইউনিয়নের বটতলা গ্রামের এক তরুণীর সঙ্গে। বিয়ে ঠিক হওয়ার সময় কনের বাবা বিয়ের খরচ বাবদ বরের পরিবারকে ৪০ হাজার টাকা দেন।

বিয়ের দিন বর তার আত্মীয়-স্বজনসহ ৪০ জন বরযাত্রী নিয়ে আসেন। খাওয়াদাওয়া শেষে বিয়ের কার্যক্রম শুরু হলে বরের পক্ষ থেকে আরো ৭০ হাজার টাকা যৌতুক চাওয়া হয়। কনের পরিবার যৌতুকের টাকা দিতে রাজি না হলে বিয়ের আসর থেকে বরের লোকজন বরকে নিয়ে চলে যান।

কনের বাবা বাদী হয়ে বর ও বরের বাবাসহ তিনজনকে অভিযুক্ত করে কলমাকান্দা থানায় অভিযোগ দায়ের করেন।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, শুক্রবার দুপুরে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, যৌতুকের কারণে বিয়ে ভেঙে যাওয়া একটি দুঃখজনক ঘটনা। এ ধরনের ঘটনা রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার।

যৌতুকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির জন্য সবাইকে এগিয়ে আসতে হবে বলেও তারা মনে করেন।

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ