যশোর সদর উপজেলা নির্বাচন; বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে ভোটার

আরো পড়ুন

যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনে বেলা বাড়ার সাথে সাথে কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা বেড়েছে। ৮ জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে অন্তত তিন জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা পরিলক্ষিত হচ্ছে। তারাই প্রতিযোগিতামূলকভাবে কেন্দ্রে ভোটার নিয়ে আসছেন। শহরের চাচড়া ডাল মিল মোড়ে কেন্দ্রে ভোটার নেয়াকে কেন্দ্র করে দোয়াত-কলম প্রতীকের কর্মীদের হামলায় মোটরসাইকেল প্রতীকের এক কর্মী আহত হয়েছেন। তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

সাড়াপোল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্রবীর কুমার পাল বলেন, শুরুর দিকে উপস্থিতি কিছু কম থাকলেও সময় যত যাচ্ছে ভোটার বাড়ছে।

ষষ্ঠ উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে যশোর সদর উপজেলায় ভোট গ্রহন চলছে । সদরের ১টি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের ২১৯টি ভোট কেন্দ্রে ভোটগ্রহণ হচ্ছে ইভিএম মেশিনের মাধ্যমে।

সদর উপজেলায় চেয়ারম্যান পদে ৮ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় মোট ভোটার ৬ লাখ ৭ হাজার ৭৪২ জন। এরমধ্যে পুরুষ ৩ লাখ ৪ হাজার ৭৩০, মহিলা ৩ লাখ ৩ হাজার ৫২ ও হিজড়া ভোটার ৭ জন।

জাগো/আর‌এইচ‌এম 

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ